1. admin@dainiksamundrasaikat.xyz : Admin :
প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডুলাহাজারার বিএনপি নেতা ফজলুল কাদের  - সমুদ্র সৈকত
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৬|

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডুলাহাজারার বিএনপি নেতা ফজলুল কাদের 

চকরিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View
Spread the love

ভূয়া মৃত্যুসনদে জমি বিক্রি ও নামজারি খতিয়ান সৃজন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বৈধভাবে ক্রয়কৃত জমির মূল মালিক চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব নতুন পাড়া এলাকার বিএনপি’র নির্যাতিত নেতা ফজলুল কাদের।

এই বিষয়ে বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক পক্ষ জামাল উদ্দিন গং জানান – মূলত, পাগলির বিল মৌজার ২ একর ৩৯ শতক জমির মালিক দীন বন্ধু মল্লিক জীবিত থাকা অবস্থায় ১৯৯৮ সালে সমূদয় জমি তার একমাত্র মেয়ে শেফালী রাণী মল্লিককে রেজিস্ট্রিমূলে অছিয়ত করে যায়।

১৯৯৯ সালে দীনবন্ধু মল্লিকের মৃত্যুর পর তার মেয়ে শেফালী রাণী মল্লিক অত্র জমির মালিক হওয়ায় বিভিন্ন জনকে খন্ড খন্ড অংশ বিক্রি করেন। সেই খন্ড অংশের ১ একর ৩৮ শতক জমি ১৯৯৯ সালে জামাল উদ্দিন গং শেফালী রাণী মল্লিকের কাজ থেকে বৈধভাবে ক্রয় করে যথারীতি নামজারী খতিয়ানও সৃজন করেন।

জামাল উদ্দিন গং বিএনপি সমর্থক হওয়ায় এতদিন বৈধভাবে ক্রয়কৃত জমিগুলো বেদখলে ছিল।আওয়ামী লীগ সরকারের পতনের পর বেদল হয়ে যাওয়া জমিগুলো অবৈধ দখলবাজ সজল ও সুমন দেব এর কাজ থেকে পূর্ণ উদ্ধার করেছে মাত্র।

তাই, সাজানো মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানান,জমিগুলোর বৈধ মালিক পক্ষ জামাল উদ্দিন গং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 dainiksamundrasaikat