ভূয়া মৃত্যুসনদে জমি বিক্রি ও নামজারি খতিয়ান সৃজন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বৈধভাবে ক্রয়কৃত জমির মূল মালিক চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পূর্ব নতুন পাড়া এলাকার বিএনপি'র নির্যাতিত নেতা ফজলুল কাদের।
এই বিষয়ে বৈধভাবে ক্রয়কৃত জমির মালিক পক্ষ জামাল উদ্দিন গং জানান - মূলত, পাগলির বিল মৌজার ২ একর ৩৯ শতক জমির মালিক দীন বন্ধু মল্লিক জীবিত থাকা অবস্থায় ১৯৯৮ সালে সমূদয় জমি তার একমাত্র মেয়ে শেফালী রাণী মল্লিককে রেজিস্ট্রিমূলে অছিয়ত করে যায়।
১৯৯৯ সালে দীনবন্ধু মল্লিকের মৃত্যুর পর তার মেয়ে শেফালী রাণী মল্লিক অত্র জমির মালিক হওয়ায় বিভিন্ন জনকে খন্ড খন্ড অংশ বিক্রি করেন। সেই খন্ড অংশের ১ একর ৩৮ শতক জমি ১৯৯৯ সালে জামাল উদ্দিন গং শেফালী রাণী মল্লিকের কাজ থেকে বৈধভাবে ক্রয় করে যথারীতি নামজারী খতিয়ানও সৃজন করেন।
জামাল উদ্দিন গং বিএনপি সমর্থক হওয়ায় এতদিন বৈধভাবে ক্রয়কৃত জমিগুলো বেদখলে ছিল।আওয়ামী লীগ সরকারের পতনের পর বেদল হয়ে যাওয়া জমিগুলো অবৈধ দখলবাজ সজল ও সুমন দেব এর কাজ থেকে পূর্ণ উদ্ধার করেছে মাত্র।
তাই, সাজানো মিথ্যা ও ভিত্তিহীন সংবাদে এলাকাবাসী সহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিভ্রান্ত না হতে সকলকে অনুরোধ জানান,জমিগুলোর বৈধ মালিক পক্ষ জামাল উদ্দিন গং।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.