টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় এক মাদককারবারিকে আটক করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম (২৫)।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. কামরুজ্জামান জানান, আব্দুল করিম নামে এক মাদক কারবারি আটক করা হয়েছে। তাকে তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে তাকে ।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.