উখিয়া উপজেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় সম্প্রতি উদ্বোধন হলো সম্পূর্ণ আধুনিক বিশেষায়িত উখিয়া স্পেশালাইজড হাসপাতাল। এর আগে ২০২২ সালের জুলাই মাসে গণস্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে পথচলা শুরু করেছিলো হাসপাতালটি। সম্প্রতি গণস্বাস্থ্যের প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় হাসপাতালটির পাশে আর একটি ভবন নির্মাণ করে আরো উন্নত ও বড় পরিসরে পরিচালনার দায়িত্ব নেয় ফ্রেন্ডশিপ। উখিয়ার বিশাল স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে অভিজ্ঞ ডাক্তার ও এক ঝাঁক তরুণ স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে যাত্রা শুরু করেছে হাসপাতালটি।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইউ এন এইচ সি আর এর অর্থায়নে নির্মিত স্পেশালাইজড হাসপাতালটির বর্তমানে সার্বিক পরিচালনায় রয়েছেন এনজিও সংস্থা ফ্রেন্ডশিপ। গত (২০ অক্টোবর,২০২৪) রবিবার হাসপাতালটি উদ্বোধন করেন জাপানের রাষ্ট্রদূত এইচ ই ইওয়ামা কিমিনরি। উদ্বোধনী দিনে হাসপাতালটিতে দিনব্যাপী চোখের ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করে ফ্রেন্ডশিপ। যেখানে ১৬ জন চক্ষুরোগীর ছানি অপারেশন করা হয়। এছাড়া ২০ ও ২১ অক্টোবর,২০২৪ রবিবার এবং সোমবার দুইদিন ব্যাপী আয়োজিত মাইনর সার্জারী ক্যাম্পে ৮৩ জন উপকারভোগীর অপারেশন সম্পন্ন করা হয়, যেখানে খৎনা ও টিউমার অপারেশন করেন ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ সার্জন টিম।
এছাড়া প্রতিদিন সকাল ৮-৩০ মিনিট থেকে ৪-৩০ মিনিট পর্যন্ত বহির্বিভাগে অভিজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে মাতৃস্বাস্থ্য বিষয়ক চিকিৎসা সহ দন্তরোগ, চক্ষুরোগ, ফিজিওথেরাপি, এক্স রে, আল্ট্রাসনোগ্রাফিসহ আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ল্যাবরেটরি টেষ্ট সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ানগণ। জরুরী বিভাগে ২৪ ঘন্টা ৭ দিন ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে হাসপাতালটিতে। ইতোমধ্যে ডায়বেটিস ও উচ্চ রক্তচাপসহ নানাবিধ বার্ধক্যজনিত রোগের চিকিৎসা সহ ঔষধ প্রদানও শুরু করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশ ক'জন উপকারভোগী জানান, স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে তারা বেশ সন্তুষ্ট, তারা এই হাসপাতালটিকে গরীবের প্রাইভেট হাসপাতাল হিসেবে অভিহিত করে বলেন, হাসপাতালের সেবা কার্যক্রম যেনো চলমান থাকে। উখিয়ার কুতুপালং নিবাসী ছমিউদ্দীন জানান, দীর্ঘদিন যাবৎ কোমর ব্যথায় ভুগছিলেন, তার চলা ফেরা উঠতে বসতে খুবই কষ্টকর হয়ে পড়লে কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েও কোন ভালো ফল না পেয়ে অবশেষে স্পেশালাইজড হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি স্বাভাবিক চলাফেরা করছেন।
হাসপাতালের সার্বিক বিষয়ে জানতে চাইলে,
ফ্রেন্ডশিপের স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাক্তার রাফি আবুল হাসনাত সিদ্দিক জানান, কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবস্থিত একমাত্র বিশেষায়িত আধুনিক হাসপাতাল এটি। উখিয়া টেকনাফের সাধারণ জনগোষ্ঠীসহ রোহিঙ্গা জনগোষ্ঠীর বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য ও উদেশ্য। তিনি আরো বলেন, সামনের দিনে আমরা এই সেবার পরিধি আরো বাড়াতে কাজ করে যাচ্ছি, এ ব্যপারে তিনি স্থানীয় জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.