বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চকরিয়া উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭’ই অক্টোবর, ২৪ইং(সোমবার) চকরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম.ওমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম,শহিদ শিকদার,লক্ষ্যাচর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর মুহাম্মদ মানিক,উপজেলা যুবদলের সহ সভাপতি আব্দুল খালেক পুতু,সহ সভাপতি হারুনর রশীদসহ অসংখ্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এম. ওমর আলী বলেন,আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে চকরিয়া যুবদল চকরিয়ার মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন।আমরা মানুষের সেবা করতে প্রস্তুত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর দিকনির্দেশনা বাস্তবায়ন করতে চকরিয়া যুবদল সবসময় ঐক্যবদ্ধ। আপনারা যারা এসেছে চিকিৎসা নিতে সকলে চিকিৎসা সেবা নিয়ে যাবেন এবং চকরিয়া যুবদলের প্রতিটি ওয়াডের নেতাকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।