সাবেক নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তবে হেলালুদ্দীনকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হেলালুদ্দীনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।
তিনি বলেন, সাবেক ইসি সচিব হেলালুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, হেলালুদ্দীন অবসরে যাওয়ার আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইসি সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.