কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় হাতির আক্রমণে তাহেরা বেগম(৬০) এক বৃদ্ধ মহিলার নিহত হয়েছেন। সোমবার রাতে হাতির আক্রমণে তাহেরা বেগম মৃত্যু হয় বলে জানা গেছে।
সোমবার রাত সাড়ে ১০ টায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহেরা বেগমের (৬০) মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯ টায় ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান ৩নং ওয়ার্ডের উত্তর পাড়া নিজ বাড়ির সামনে হাতির আক্রমণে গুরুতর আহত হন তিনি।
তাহপরা বেগম ডুলাহাজারা ইউনিয়নের চা-বাগান সুলতান মিয়ার স্ত্রী এবং মৃত রমিজ আহম্মদ ও মাতা দিলওয়া বেগম এর সন্তান। তার ৭ মেয়ে এবং ৩ ছেলেসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, রাতে পাহাড় থেকে একটি হাতি জনবসতি এলাকায় আসার খবর হয়। এ সময় পাড়ার অন্য লোকদের মতো তাহেরাও হাতি দেখতে ঘর থেকে বের হয়। রাস্তায় পৌঁছামাত্রই বন্যহাতির সামনে পড়ে তাহেরা বেগম। এ সময় হাতি তাকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি ( জিডি) দায়ের করেছি। বিষয়টি উপরের দপ্তরেও অবহিত করেছি।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.