কক্সবাজার জেলার ঈদগাঁও জালালাবাদের রাবার ড্যাম এলাকায় অজ্ঞাত একটি লাশের সন্ধ্যান মিলেছে। আজ শনিবার সকালে পানিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা এমদাদুল হক জানান, সর্বপ্রথম তিনি লাশটি ভাসা অবস্থায় দেখতে পান এবং পরবর্তীতে উৎসুক জনতা জড়ো হয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে খবর দেন।
যুবদল নেতা আজমগী জানান, ধারণা করছেন যে লাশটি হয়তো কোথাও থেকে ভেসে এসেছে। লাশের গায়ে হলুদ কালারের একটি জার্সি এবং একটি হাফপ্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।
পরবর্তীতে ঈদগাঁও থানার একটি ফোর্স ঘটনাস্থলে হাজির হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে।
প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত লাশের সঠিক পরিচয় জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.