কক্সবাজারের আলোচিত ইউপি চেয়ারম্যান নবী হোছাইন প্রকাশ নইব্যা চোরা ও তার সহযোগিদের গ্রেফতারের দাবিতে বুধবার (২২জানুয়ার) বিকাল ৩টায় চকরিয়া পৌর শহরে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজপথে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি প্রদর্শন এবং দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর সিন্ডিকেটের প্রধান, ইয়াবা, অবৈধ অস্ত্র ব্যবসা, ডাকাতি, ভুমিদস্যুতা, সন্ত্রাস ও চাঁদাবাজ চক্রের হোতা নবী হোছন ও তার বাহিনীর হাত থেকে রক্ষা পেতে মানববন্ধনে প্রশাসনের কাছে বিভিন্ন দাবী তুলে ধরেন স্থানীয় চকরিয়াবাসী।
দীর্ঘদিন ধরে সন্ত্রাসের গডফাদার সাবেক এমপি জাফর আলমের ছত্র ছায়ায় উপজেলার সাহারবিল বিল কোরালখালী এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র দক্ষিণ চট্টগ্রামে শীর্ষ গরুচোর নব্যা চোরা ও তার বাহিনীর অত্যচারে অতিষ্ঠ স্থানীয় ভুক্তভোগীরা এবার এর থেকে পরিত্রাণ পেতে এই মানববন্ধনে দাবী জানান উপস্থিত লোকজন।
নবী হোছাইনের নির্যাতনের শিকার স্থানীয় বেলাল উদ্দিন, কামাল উদ্দিন, বাবু, মোকাদ্দেস, আবদুল জলিলসহ মানববন্ধনে প্রমূখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মনজুরুল কাদের ভুইয়া জানান, নবী হোছাইসহ তার সহযোগিদের গ্রেফতারে চলতি ১৭ জানুয়ারী তার বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নবীসহ তারসহযোগীরা পুলিশ ও স্থানীয়দের লক্ষ্যকরে গুলি ছুড়ে। এসময় স্থানীয় দুইজন গুলিবিদ্ধ হয়।