চকরিয়ায় আটকের পর পুলিশের চোখ ফাঁকি পালিয়ে গেছে সাহাবউদ্দিন নামে এক আসামি। পালিয়ে যাওয়া সাহাব উদ্দিন দশ মামলার পলাতক আসামি।
শনিবার দুপুরে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে চকরিয়া থানার অপারেশন অফিসার মোস্তাকিনের নেতৃত্বে একদল পুলিশ বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা এলাকায় অভিযান চালিয়ে সাহাবউদ্দিনকে আটক করে। আটক সাহাবউদ্দিন স্থানীয় আব্দুল করিমের ছেলে। তবে, আটক হওয়ার কিছুক্ষণ পর সাহাবউদ্দিন কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশ ফোর্সের সংখ্যা কম থাকায় এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানে সন্ত্রাসী সাহাবউদ্দিনকে আটক করা হয়েছিল। কিন্তু অভিযানের সময় পুলিশ ফোর্স কম থাকায় সে পালিয়ে যায়।
তিনি আরও জানান, এর আগেও সাহাবউদ্দিন একাধিকবার পুলিশের হাতে ধরা পড়ে জেল খেটেছে। তাকে পুনরায় আটক করতে পুলিশি অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.