টেকনাফের উপকুলীয় সাগর দিয়ে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গাসহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব। এর মধ্যে ২৭ জন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি। এ ঘটনায় মানব পাচারকারী দুজন দালালকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, টেকনাফের হ্নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত অছিউর রহমানের ছেলে মো. আনোয়ার (৪৪) ও টেকনাফ সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান (৩২)। ১৭ নভেম্বর দিবাগত গভীর রাতে টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
হোয়াইক্যং র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান ১৮ নভেম্বর বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। বাহারছড়া কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এসময় দুই পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক মানব পাচারকারী দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.