কক্সবাজারের টেকনাফের পাহাড়ে দুর্গম এলাকায় এক বন্য হাতির বাচ্চার মৃত্যুর ঘটনা ঘটেছে। হাতির বাচ্চাটির বয়স আনুমানিক ৮-১০ বছর।
গতকাল শনিবার সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটা মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানিয়েছেন টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম।
তিনি জানান , শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে বয়স আনুমানিক ৮-১০ বছরের একটা বন্য বাচ্চা হাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হাতির বাচ্চাটি পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মৃত্যুর কারন জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.