বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের দুর্গম রোহিঙ্গাটিলা পয়েন্ট থেকে রাজস্ব ফাঁকির ২৭ বিদেশী গরু জব্দ করেছে ১১ বিজিবি।
শনিবার ( ১৮ জানুয়ারি) বেলা ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জামছড়ি বিওপির নিয়মিত টহল কমান্ডার সুবেদার মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। টহল দলটি সীমান্তের জামছড়ি বিওপি হতে আনুমানিক ৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং সীমান্ত পিলার-৪৮ উত্তর-পূর্ব দিকে রোহিঙ্গা টিলা নামক স্থান ২৭ টি গবাদিপশু জব্দ করে। মালিকবিহীন এসব বার্মিজ পশুর মধ্যে ১৯ টি বড় সািজের গরু,৪ টি মাঝারি সাইজের আর ৪ টি ছোট আকারের গরু রয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, এসব গরু সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে জব্দ করা হয়। বিজিবি অভিযান অব্যাহত রেখেছে। চোরাকারবারে কাউকে ছাড় দেয়ার হবে না।