প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ণ
চকরিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় আবদুর রহমান (৫৫) নামে পথচারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং সাইফা কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দ্বীপকূল এলাকার ফজল করিমের ছেলে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন জানান, দুপুরে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী কাভার্ডভান পথচারী আবদুর রহমানকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়ার জমজম হাসপাতালে ভর্তির পর দুপুর দুইটার দিকে মারা যান তিনি।
দুর্ঘটনাকবলিত গাড়িটা জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.