1. admin@dainiksamundrasaikat.xyz : Admin :
নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা - সমুদ্র সৈকত
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৯:১৪|

নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়া হবে: ধর্ম উপদেষ্টা

কক্সবাজার
  • Update Time : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View
Spread the love

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন বলেছেন, চেয়ার আঁকড়ে ধরে বসে থাকার জন্য আমরা আসিনি। যত দ্রুত সম্ভব দেশ সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাবো।

শুক্রবার কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর এক কঠিন পরিস্থিতিতে আমরা অন্তর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছি। আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য ও বিভিন্ন সংস্কার বিষয়ে সরকারের সামনে এখন অনেক চ্যালেঞ্জ।

কোনো সমস্যা ছাড়া সম্প্রতি দুর্গাপূজা উদযাপন সরকারের অনেক বড় সফলতা বলে উল্লেখ করে তিনি বলেন, তার পরেও ফ্যাসিবাদের দোসররা দেশের বাইরে বসে বিরূপ প্রচারণা চালাচ্ছে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা নেই।

তিনি কক্সবাজারের যেকোনো সমস্যা নিয়ে সাধ্যমত সহযোগিতা দিয়ে যাবেন বিশেষ করে কক্সবাজার প্রেসক্লাবের তার সহযোগিতা ও সমর্থন থাকবে বলেও জানান। ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাংবাদিকদের সমর্থম কামনা করেন।

কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- ধর্ম বিষয়ক সচিব আব্দুল হামিদ, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন- প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক নেতা জিএএম আশেকুল্লাহ, শিক্ষাবিদ শফিকুল হক, শামসুল হক শারেক, আবুছিদ্দিক ওসমানী ও আনছার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 dainiksamundrasaikat