আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে মিছিলটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় নেতাকর্মীদের হাতে “জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড”, “সে নো টু মবোক্রেসি”, “স্টপ মব জাস্টিস”, “ক্রিমিনাল হ্যাভ নো প্লেস ইন ক্যাম্পাস”, “আওয়ামী সিনেট-সিন্ডিকেট, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে “মার্চ ফর জাস্টিস” নামে কর্মসূচিটি পালনে দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে আসেন তারা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, “আমরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে আজকের কর্মসূচি পালন করেছি। আমরা দেখছি এখনও সন্ত্রাসী সংগঠনের শীর্ষ নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রশাসন তাদের গ্রেপ্তার করছে না। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার চাই।”