মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু খেকোরা। রাতের অন্ধকারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করে আসছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন প্রায় সময় অভিযান চালালেও থেমে নেই বালু খেকোর দল।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাতামুহুরী নদীর চকরিয়া উপজেলার বমুবিলছড়ি পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এ সময় দুটি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাতামুহুরীর নদীর বমুবিলছড়ি পয়েন্টে বালু খেকোর দল অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে। এই খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা হয় ২টি শ্যালো মেশিন ও পাইপ। পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন বলেন, মাতামুহুরী নদী থেকে কোন অবস্থাতেই অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। নিয়মিত অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.