চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় হুমায়ুন কবির লোকমান (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলার মালুমঘাট ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন ডুলাহাজারা ইউপির ৫নং ওয়ার্ড বালুরচর এলাকার বশির আহমদের ছেলে।
নিহতের ভাই মো. হিরু জানান, আমার ভাই লোকমান মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে গার্ডের চাকরি করতেন। দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে আবারও মোটরসাইকেলযোগে হাসপাতালের দিকে যাচ্ছিলেন। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহণের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয় তাকে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান লোকমান। ২০ জানুয়ারি তার বিয়ে হওয়ার কথা ছিল।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, কক্সবাজারমুখী দ্রুতগামী শ্যামলী বাসের ধাক্কায় লোকমান নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি ধরার জন্য চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.