ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টাকালে ৫ জনকে গ্রপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদl মিজোরামের মামিত জেলার পশ্চিম ফাইলেং থানার আওতাধীন সাইথাহ গ্রামের উপকণ্ঠে এলাকায় গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযান চালায় মিজোরাম পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় মিয়ানমার ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'চিন ন্যাশনাল ফ্রন্ট' (সিএনএফ)'এর একজন শীর্ষস্থানীয় নেতাসহ অন্তত পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে মিজোরাম পুলিশ।
বুধবার মিয়ানমার সীমান্ত থেকে উত্তর-পূর্ব ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পরিবহনের অভিযোগে এই পাঁচ জনকে জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজ্য পুলিশ জানিয়েছে।
মিজোরাম পুলিশের একজন সিনিয়র কর্মকর্তার মতে, মিয়ানমার ও বাংলাদেশের দুটি প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে একটি চুক্তিকে লক্ষ্য করেই সেখানে এই অভিযান চালানো হয়। এসময় ৬টি একে-৪৭ রাইফেল, ১০হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩ টি ম্যাগাজিন উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমারের সিএনএফ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী 'ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট' (ইউপিডিএফ-পি) এর মধ্যে হস্তান্তরের উদ্দেশ্যে ছিল।'
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের মধ্যে একজন সিএনএফের একজন শীর্ষস্থানীয় নেতা।
মিজোরামের একজন পুলিশ কর্মকর্তা বলেন, এটি মিজোরাম থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের মধ্যে অন্যতম। এই অভিযান এই অঞ্চলের অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীদের উদ্দেশ্যে একটা কঠোর বার্তা।
এই ঘটনায় মামিত জেলার পশ্চিম ফাইলেং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। পাশাপাশি অস্ত্র চোরাচালানের নেটওয়ার্কটিকেও ধ্বংস করার চেষ্টা চলছে।
সূত্র : ইনকিলাব
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.