বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে ভবিষ্যত বাংলাদেশ নিয়ে একটি বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নিজের ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি ইংরেজি পোস্টে এমন বার্তা দিয়েছেন তিনি। পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
‘‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশে পালিত এই বিজয় দিবস অবশ্যই আরও আনন্দের, গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ভবিষ্যতে বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায়িত্বের অঙ্গীকারের প্রতীক হবে।
স্বৈরাচার ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করার জন্য, দৈনন্দিন অনুশীলনে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ। একটি পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ, রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনের ভিত্তি হিসেবে কাজ করে। জনগণের রাজনৈতিক ক্ষমতা সত্যিকার অর্থে সুরক্ষিত হয় যখন একটি জবাবদিহিমূলক সরকার এবং কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।’’
পোস্টের সঙ্গে বাংলাদেশের পতাকার একটি জিফ ছবিও সংযোজন করেছেন তিনি। যেখানে পতপত করে উড়ছে বাংলাদেশের লাল সবুজের পতাকা।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.