বার্তা কক্ষ
কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটনের অভিযোগে থানায় রুজু হওয়া মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি আসামী করা হয়েছে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি ও এবি পার্টির নেতা সাংবাদিক গিয়াস উদ্দিনকেও।
গত ১৩ নভেম্বর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে রুজু হওয়া ওই মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর ক্রমিকে আসামী করা হয়েছে সাংবাদিক গিয়াস উদ্দিনকে।
গায়েবি মামলায় আসামী করে দেওয়া গিয়াস উদ্দিন আমার বাংলাদেশ পার্টির (এ.বি পার্টি) পেকুয়া উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম আহবায়ক ও জেলা কমিটির সদস্য। এছাড়াও তিঁনি দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পেকুয়া-কুতুবদিয়া প্রতিনিধি এবং দীর্ঘ দুই যুগ ধরে তিঁনি সাংবাদিকতা করে আসছেন।
নাশকতা মামলায় আসামী হওয়ার প্রতিক্রিয়ায় এবি পার্টি পেকুয়া উপজেলা কমিটির এক নম্বর যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। সেখানে লেখেন- গতকাল ১৩ নভেম্বর চকরিয়া থানায় দায়েরকৃত ফ্যাসিবাদি আমলের লীগের নেতাদের সাথে আমাকে জঘন্যভাবে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। এর পর আরেক স্ট্যাটাসে লেখেন- তাকে মামলার আসামী করার পেছনে কারা রয়েছেন তাদের ব্যাপারে অনুসন্ধান চলবে।
চকরিয়া থানা পুলিশ জানায়- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার পালাকাটা রাস্তার মাথা নামক স্থানে গত ৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করেন চকরিয়া পৌরসভার নিজপানখালী গ্রামের সিরাজ আহমদের ছেলে ওয়ার্ড বিএনপি নেতা আমির আলী।
মামলায় কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জাফর আলম, দলের জ্যেষ্ঠ অনেক নেতাসহ ১৩৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনসহ ২৮৭ জনের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান- মহাসড়কে ইজিবাইক ভাঙচুর, অগ্নি সংযোগ, নাশকতা, অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ডের দায়ে মামলাটি রুজু করেন ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক। তবে এজাহারে কারা আসামী হয়েছেন তা তিঁনি জানেন না।
এদিকে বাদী আমির আলীর কাছে জানতে চাওয়া হয় মামলার এজাহারনামীয় ৪৮ নম্বর আসামীর নাম এবং তাঁর বাড়ি কোথায়? এই প্রশ্ন করা হলে তিনি (বাদী) জরুরী কাজে ব্যস্ত আছেন বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.