লোহাগাড়ায় অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে উপজেলার ৩ টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ১৪ নভেম্বর দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচারণা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আক্তার। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিচার্জ অফিসার মো. আশরাফ উদ্দীন, পরিদর্শক মো. মঈনুদ্দীন ফয়সল, ডাটা এন্ট্রি-অপারেটর কাজী ইফতেকার উদ্দীন প্রমুখ।
সহযোগিতায় ছিল সেনাবাহিনী,র্যাব-৭, পুলিশ ও লোহাগাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যবৃন্দ। গুঁড়িয়ে দেয়া ব্রিকফিল্ডগুলো হল যথাক্রমে চুনতি ব্রিকস ম্যানুফ্যাকচারিং, বার আউলিয়া ব্রিকস, চরম্বা’র আরব ব্রিকস ম্যানুফ্যাচারিং প্রভৃতি।
চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মঈনুদ্দীন ফয়সল জানান, উপজেলার অনেক গুলো ইটভাটা অবৈধ। বৈধ কাগজপত্রবিহীন ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরের নিয়ম-নীতি অমান্য করে ইট প্রস্তুত করে আসছে। যে কারণে অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে লোহাগাড়া উপজেলার উল্লেখিত ৩ টি ইটভাটা ধ্বংস করে দেয়া হয়েছে। আগামীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.