চট্টগ্রামের লোহাগাড়া চুনতিতে ট্রেনের ধাক্কায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা হাতিটি অবশেষে মারা গেলো। রবিবার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর থেকে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে চলছিল চিকিৎসা।
মঙ্গলবার ১৫ অক্টোবর বিকাল ৪টার দিকে সাফারি পার্কে তার মৃত্যু হয়। সাফারি পার্কের চিকিৎসকেরা মেডিকেল বোর্ড গঠন করে হাতির জন্য। পার্কের চিকিৎসক হাতেম সাজ্জাদ মোহাম্মদ জুলকারনাইম জানান-হাতির পেছনের পায়ের হাড়,মেরুদণ্ড এবং মাথায় মারাত্মক জখম হয়। মৃত এই হাতির ময়নাতদন্ত শেষে মাটি চাপা দেয়া হবে।
এদিকে মঙ্গলবার হাতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনে সাফারি পার্কে যান প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী।
তিনি পৌছাঁনোর আগে মারা যায় হাতিটি। আমির হোসাইন চৌধুরী জানায়, কক্সবাজারের হাতির চলাচলের রাস্তায় রেল লাইন করা হয়েছে। রেল কর্তৃপক্ষের কাছে বন বিভাগের পক্ষ থেকে হাতির মৃত্যু রোধে কয়েকটি প্রস্তাবনা দেয়া হবে বলে জানান।