পার্বত্য জেলাী বান্দরবানের লামায় ৭তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে তাদেরকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিভিল পোশাক পরিহিত সশস্ত্র সন্ত্রাসীরা হাতে লাঠি নিয়ে তামাক চাষের খামারে প্রবেশ করে। এরপর তারা খামার মালিকসহ ৭জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ শ্রমিকরা হলেন, খামারের মালিক মো. আমিন (৩৫), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), মো. জাভেদ (২৬), মো. আসাদ (১৮), এবং মো. আবু হানিফ (২১)। সূত্রে আরও জানায়, বাগানের মালিক রফিক তার বাগানের শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে (বুধবার) যেকোনো সময় সন্ত্রাসীরা মুক্তিপনের বিষয়ে কথা বলবে বলে জানায়। অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহদাৎ হোসেন বলেন, মঙ্গলবার রাতে পাহাড়ি সন্ত্রাসীরা ৭ জনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলমান।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.