ভোরে ভিন্ন ম্যাচে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে এই দুই দল। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। আর ব্রাজিলের সামনে ভেনেজুয়েলা।
আর্জেন্টিনার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। তার আগের দিবাগত রাতে মাঠে নামবে ব্রাজিল। তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। ওই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়। আর্জেন্টিনা তাদের দ্বিতীয় ম্যাচে লড়বে পেরুর বিপক্ষে। ঘরের মাঠ বুয়েন্স আইরেসে সেই ম্যাচটি হবে ২০ নভেম্বর। বাংলাদেশ সময় সকাল ৬টায় হবে ম্যাচটি।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ জিতে গেলে বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। তবে ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা। তাদের একটি ম্যাচ ভেনেজুয়েলার বিপক্ষে, অন্যটি উরুগুয়ের বিপক্ষে। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে আগামী ২০ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে। নিজেদের অবস্থান শক্ত রাতে দুটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট চাই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে দরিভাল জুনিয়রের দল।
এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল।
তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। এ ছাড়াও ইয়াসিন টিভি অ্যাপ থেকে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলর ম্যাচ।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.