কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ডেনিয়াল পর্ল মেগরেইন (৪৯)। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় উখিয়া উপজেলার মেরিন ড্রাইভ সড়কের সোনারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ জাহান।
তিনি বলেন, গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। সুরতহাল সংগ্রহ করছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি কক্সবাজার বেড়াতে এসেছেন কিংবা এনজিওতে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, নিহত ব্যক্তি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে মেরিনড্রাইভ সড়কে চলাচল করছিলেন। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন ওই বিদেশি নাগরিক এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে- নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক। তবে তিনি কি পর্যটক নাকি কোনো সংস্থার প্রতিনিধি তা নিশ্চিত হওয়া যায় নি। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.