বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ‘ন্যাশনাল বিজনেস ডায়লগ’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান প্রথাগত আন্দোলন ছিল না। তারা এটা জেনেই রাস্তায় নেমেছিল যে, নাও ফিরতে পারে বাড়িতে। প্রাণের বিনিময়ে তারা লক্ষ্য অর্জন করে গেছে।
তিনি আরো বলেন, তরুণরা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছে। তারা এ সুযোগ না করে দিলে জাতিকে পচনের হাত থেকে রক্ষা করা যেত না। তাই আমাদের সুস্থ-সমৃদ্ধ দেশ হয়ে এগিয়ে যেতে হবে।
ড. ইউনূস বলেন, এই সুযোগ জাতির জীবনে বারবার আসবে না। অতীত আর টানবে না আপনাকে। নতুনভাবে এগিয়ে যেতে হবে। এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আবার হারালে জাতির আর কিছুই অবশিষ্ট থাকবে না।
প্রধান উপদেষ্টা আরো বলেন, নতুন বাংলাদেশ হিসেবে উত্তরণ অনেক কঠিন কাজ। যতটুকু সময় আমরা সরকারে আছি, ততটুকু সময়েই টিম হিসেবে কাজ করবো। সবাই মিলে স্বপ্ন বাস্তবায়ন করবো।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.