শেখ হাসিনা এখন আরেক দেশে বসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আশ্রয় করে বাঁচতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর : শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ও বাংলাদেশের উন্নয়ন’ এক শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা কত নিষ্ঠুর, কত ছাত্র হত্যা করেছেন। রাষ্ট্র ক্ষমতার জন্য এরা কত নির্মম ছিলেন। আল্লাহর গজব এদের ওপর পড়েছে। এখন আরেক দেশে বসে ট্রাম্পের ছবি আশ্রয় করে উনি বাঁচতে চান।
তিনি আরও বলেন, আসেন না বাংলাদেশে, এত বড় বড় কথা বলেন। সাহস থাকলে বাংলাদেশে আসেন। এখন জিয়াউর রহমান নাই, কিন্তু তার দল বিএনপি এখনো আছে। উনার (জিয়াউর রহমান) বাংলাদেশের জাতীয়তাবাদ আছে। আমরা সবাই মিলে এই দেশের স্বাধীনতা ও সার্বভেৌমত্ব রক্ষা করব।
আয়োজক সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদষ্টো অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার প্রমুখ।