কক্সবাজার সৈকতের সি-গাল পয়েন্টে খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হলেন খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কক্সবাজার হোটেল-মোটেল জোনের গোল্ডেন হিল নামে একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।
ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে নাম আসে খুলনা সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালুর। খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
জানা গেছে, রুমি নামে ২৭ বছর বসয়ী এক নারীকে নিয়ে হোটেল গোল্ডেন হিলের দুই কক্ষ বিশিষ্ট ৭০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন দুই কাউন্সিলর। গুলিতে একজনের মৃত্যু হয় এবং অপর কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের সাথে থাকা ওই নারী পালিয়ে গেছে।
ধারণা করা হচ্ছে- পলাতক নারীকে ধরতে পারলে ঘটনার রহস্য উদঘাটন করা যাবে। পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি ছিনতাইকারীর গুলিতে মারা গেছে সে বিষয়ে জানা যাবে এমনটাই বিশ্বাস স্থানীয়দের।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.