কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
সভায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ, সিভিল সার্জন আসিফ আহমেদ হাওলাদার, জেলা বিএনপি সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জামাতে ইসলামী জেলা আমীর নুর আহমদ আনোয়ারী, সাংবাদিক মাহবুবর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র আন্দোলনের প্রতিনিধরা বক্তব্য রাখেন।
এ সময় সেনাবাহিনী, র্যাব পুলিশসহ সরকারি বি়ভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি ও নিত্যপণ্যের বাজারদর স্বাভাবিক রাখা, বনবিভাগের জমি সুরক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, মেরিন ড্রাইভ সড়কে লাইটিং, সিসি ক্যামেরা স্থাপন, মাদক চোরাচালান প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।