প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ২:৩১ পূর্বাহ্ণ
চকরিয়ায় দুই পলাতক আসামি গ্রেফতার
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাতে থানা পুলিশের পৃথক টিম উপজেলার খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম মেধাকচ্ছপিয়া এলাকার ছাবের আহমদের ছেলে জসিম উদ্দিন (২৬) ও ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পুর্ব উলুবনিয়া এলাকার রাহামত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে চারটি মামলা এবং সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.