কক্সবাজারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার প্রতিরোধে ১০ দিনের মধ্যে একটি কর্মপরিকল্পনা তৈরির জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিদর্শনা দেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
তিনি বলেছেন, ‘হোটেল, রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে ছোট-ব্যবসায়ীসহ সকল স্টেকহোল্ডারের সাথে বসে ওই কর্মপন্থা নির্ধারণ করতে হবে। যেখানে ৩ মাসের মধ্যে কক্সবাজারে কি কাজ হবে এবং ৬ মাসের মধ্যে কি কাজ হবে, তাঁর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে।’
জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ডের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিদর্শনা দেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।
তিনি বলেছেন, ‘হোটেল, রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে ছোট-ব্যবসায়ীসহ সকল স্টেকহোল্ডারের সাথে বসে ওই কর্মপন্থা নির্ধারণ করতে হবে। যেখানে ৩ মাসের মধ্যে কক্সবাজারে কি কাজ হবে এবং ৬ মাসের মধ্যে কি কাজ হবে, তাঁর একটি পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে।’
জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্টগার্ডের প্রতিনিধি, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।