1. admin@dainiksamundrasaikat.xyz : Admin :
ওষখাইন রজায়ী দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন - সমুদ্র সৈকত
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ২:৪৯|

ওষখাইন রজায়ী দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন

আনোয়ারা উপজেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪৬ Time View
Spread the love

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার হযরত ছৈয়্যদিনা আবু বকর ছিদ্দীক (রাঃ) জামে মসজিদ ময়দানে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সভাপতিত্বে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দীন রজায়ীর যৌথ সঞ্চলনায় প্রধান ওয়াজিন হিসেবে তকরির করেন রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদের
(মাঃজিঃআঃ), বিশেষ বক্তা হিসেবে তকরির
করেন, না’ লাইন ই- মোস্তফা সাঃ – তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ও চন্দনাইশ হযরত শাহ সূফী আলী রজা ও একরাম শাহ (রহঃ) এতিমখানা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কামরুদ্দীন নূরী (মাঃজিঃআঃ),ডাক্তার মাওলানা ইউনুস অহিদী, মাওলানা আমজাদ হোসেন আলকাদেরী।
উক্ত মাহফিলে সভাপতির বক্তব্যে রজায়ী হুজুর বলেন, বেলায়তের সম্রাট হলেন বড়পীর শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা.) আউলিয়াদের সর্দার। উনার মাধ্যমে ইসলাম পুর্নজীবন লাভ করেছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজত, মিলাদ, কেয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 dainiksamundrasaikat