কক্সবাজারের চকরিয়ায় অবৈধ করাত কলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (৩ নভেম্বর ) সকাল উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।
তিনি জানান, করাত কল লাইসেন্স বিধিমালা ২০১২ অনুযায়ী ফোর স্টার, টু স্টার ও মিনার সমিল নামে তিনটি অবৈধ করাত কলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়।
উক্ত অভিযানে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা জানব মেহরাজ উদ্দীন, ফরেস্ট রেঞ্জার, রেঞ্জ কর্মকর্তা, ফাঁসিয়াখালী রেঞ্জের উপস্থিততে এই অভিযান পরিচালনা করা হয়।
ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা জানব মেহরাজ উদ্দীন সমুদ্র সৈকত কে বলেন আজকে উপজেলা নির্বাহী অফিসার জনাব ফখরুল ইসলাম স্যার নিদর্শনে চকরিয়া উপজেলার কাকারার তিনটি অবৈধ করাত কলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়। উক্ত সমিল সমূহ থেকে পাঁচটি মেশিন, ছয়টা চাকা, করাত এবং আনুমানিক ২৫-৩০ ঘনফুট বিবিধ গাছ জব্দ করে ডুলাহাজারা বিট হেফাজতে নিয়ে আসা হয়।
সম্পাদক ও প্রকাশক : রেজাউল করিম হৃদয় , বার্তা সম্পাদক মোঃ সরওয়ার হোছাইন মানিক
যোগাযোগ : 01401266382
Copyright © 2025 ---- সমুদ্র সৈকত. All rights reserved.