1. admin@dainiksamundrasaikat.xyz : Admin :
চকরিয়ায় কলেজ ছাত্র জিহাদ হত্যা মামলার আসামীকে পিটিয়ে হত্যা, আহত ২ - সমুদ্র সৈকত
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৯:১৭|

চকরিয়ায় কলেজ ছাত্র জিহাদ হত্যা মামলার আসামীকে পিটিয়ে হত্যা, আহত ২

চকরিয়া
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭ Time View
Spread the love

চকরিয়ায় কলেজ ছাত্র আসহাবুল করিম জিহাদ হত্যা মামলার পলাতক আসামী ধলা মিয়া প্রকাশ দানু মিয়াকে (৪৫) পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এসময় মো. মুবিনুল হক (২৫) ও মোবারক আলী (২৮) নামের অপর আসামী গুরুতর আহত হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিমবড়ভেওলা ইউনিয়নের ঈদমনি লাল ব্রীজ এলাকায় এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কক্সবাজার সিটি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী নিহত জিহাদ হত্যা মামলার পলাতক আসামী চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের বাসিন্দা ছাবের আহমদ বাহাদুরের পুত্র ও ইমরুল হাসান হান্নানের ছোট ভাই মুবিনুল হক মুবিন (২৫), আবুল কালাম প্রকাশ কালাম বকসুর পুত্র মোবারক আলী (২৮) ও মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নাহারাপাড়ার বাসিন্দা ধলা মিয়া প্রকাশ দানু মিয়া (৪৫)সিএনজি নিয়ে চকরিয়া উপজেলা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন। ওইসময় তারা পশ্চিমবড়ভেওলা ইউনিয়নের ইলিশিয়ার ঈদমনি লাল ব্রীজ এলাকায় পৌছলে পূর্ব থেকে উৎপতে থাকা ৫-৬জন অস্ত্রধারী তাদের পথ গতিরোধ করে। একপর্যায়ে দূর্বৃত্তরা সিএনজি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরে বিকাল ৫টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় তাদেরকে ফেলে চলে যায়। এসময় স্থানীয় লোকজন মুর্মুর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দানু মিয়ার অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে পটিয়া ইন্দ্রপোল এলাকায় মারা যান তিনি। নিহত দানু মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাহারাপাড়ার মো. কলম দরের ছেলে। জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবারক আলী নামে একজনকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত দানুর পরিবারের লোকজন বলেন, পেকুয়া উপজেলার কয়েকজন দুর্বৃত্ত মিলে দানু মিয়া ও মো. মুবিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে পিটিয়ে গুরুতর আহত করে সড়কের পাশে ফেলে যায়। জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই করেন স্বজনরা।
চকরিয়া থানার (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, বুধবার (১১ ডিসেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোবারক আলী নামে একজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জামিনে থাকায় মোবারককে ছেড়ে দেয়া হয়েছে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে হরিণাফাঁড়ি এলাকা থেকে দানু মিয়া ও মো. মুবিনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রসঙ্গত: ২০২৩ সালে ১ ডিসেম্বর কক্সবাজার সিটি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী আসহাবুল করিম জিহাদকে (২০) পেকুয়ার সিকদার পাড়া নিজ বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তার পিতা মকছুদুল করিম বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 dainiksamundrasaikat