1. admin@dainiksamundrasaikat.xyz : Admin :
কক্সবাজারে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৬৭ জন - সমুদ্র সৈকত
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৩৩|

কক্সবাজারে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ৬৭ জন

কক্সবাজার
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View
Spread the love

পর্যটন নগরী কক্সবাজারে শতভাগ স্বচ্ছতার সাথে নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) হিসেবে চাকরিতে চুড়ান্তভাবে নিয়োগ পেয়েছে ৬৭জন ছেলে-মেয়ে।

কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতার মাধ্যমে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে প্রতিক্রিয়া জানিয়েছেন নিয়োগ পাওয়া চাকরি প্রত্যাশীরা।

কক্সবাজার জেলা পুলিশের পেইজবুক পেইজে দেয়া তথ্য মতে, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৬৭ টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষায় ৫১১ জন অংশগ্রহণ করে তন্মধ্যে ২২৪ জন উর্ত্তীন হয়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় ২২৪ জন অংশগ্রহণ করে প্রাথমিকভাবে ৬৭ জন নির্বাচিত করা হয় এবং ০৭ জনকে অপেক্ষামান রাখা হয়। পরিশেষে পুলিশ সুপার, কক্সবাজার চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান ।

এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা তাৎক্ষনিক তাদের অনুভূতি ব্যক্ত করেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাওয়ায় তারা আবেগ প্রবণ হয়ে পড়েন । নিয়োগ পাওয়া কয়েকজন জানান, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত । নিজের যোগ্যতায় এবং কক্সবাজার জেলা পুলিশের শতভাগ স্বচ্ছতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন,মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি কারণ কোন তদবির কিংবা অনৈতিক লেনদেন ছাড়া শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকৃত মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ছেলে-মেয়েদের যারা প্রতিটি ধাপে কৃতকার্য হয়ে নিজেদের যোগ্য প্রমান করেছে তাদেরকেই চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“সেবার ব্রতে চাকরি” শ্লোগানে শুক্রবার (২৯ নভেম্বর)কক্সবাজার জেলায় শতভাগ মেধা, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ।

কক্সবাজার জেলার সন্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মুহাম্মদ রহমত উল্লাহ পুলিশ লাইন্স ড্রিলশেডে সন্ধ্যা পৌনে ৭ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ক্রাইম এন্ড অপস্, কক্সবাজার, মোঃ তফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, খাগড়াছড়ি সার্কেল, খাগড়াছড়ি জেলা, মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার,কাপ্তাই সার্কেল, রাঙ্গামাটি জেলা সহ কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 dainiksamundrasaikat