বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ (০১২২০০০০২৮২) (৬৯) মারা গেছেন (ইন্না…রাজিউন)।
শনিবার (৫ ই অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ডুলাহাজারা ইউনিয়নের উলবিনিয়ার পিতা আবদুল জব্বার সিকদার মাতা সায়েমা খাতুনের সন্তানদের মধ্যে ভাই বোনদের মধ্যে ৭ম সন্তান। পরে তিনি ডুলাহাজারা ইউনিয়ন চা-বাগান এলাকার স্থানীয় বাসিন্দা হয় । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারসূত্রে জানা গেছে, ফরিদ আহমদ একাত্তরের মহান মুক্তিযোদ্ধে ১১ নম্বর সেক্টর (চট্টগ্রাম) থেকে যুদ্ধে অংশ নেন।
শনিবার ৫ই অক্টোবর বিকাল ৩:৩০ মিনিটের সময় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ লাশ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাপন সম্পূর্ণ করা হয়।মরহুম বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ কে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন মোহাম্মদ এরফান উদ্দিন সহকারী কমিশনার (ভূমি)।
ফরিদুল আহমদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সমুদ্র সৈকত সম্পাদক রেজাউল করিম হৃদয় । তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে চকরিয়ার সাধারণ জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চকরিয়ার রাজনৈতিক, সামাজিক ও মু্ক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা পরিবার।