ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত ট্রাকচালক নুরু ব্যাপারীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উত্তর যাত্রাবাড়ী থানার মেন্দি বাজার সংলগ্ন মাতুয়াইল এলাকায় নিহত ট্রাকচালক নুরু ব্যাপারীর পরিবারকে আর্থিক এ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ,আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন প্রমুখ।