1. admin@dainiksamundrasaikat.xyz : Admin :
লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০, ক্ষয়ক্ষতি ২০০ বিলিয়ন ছাড়িয়েছে - সমুদ্র সৈকত
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ৪:১০|

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০, ক্ষয়ক্ষতি ২০০ বিলিয়ন ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৩৬ Time View
Spread the love

লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পাঁচটি আলাদা দাবানলে এ পর্যন্ত ১০ হাজারের বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনার কার্যালয় দাবানলে মৃতের সংখ্যা ১০ জনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে মৃত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, ‘দাবানলের শিকার এলাকাগুলো দেখলে মনে হয়, সেখানে কেউ পারমাণবিক বোমা মেরেছে। আমাদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সান্তা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইড এবং শহরের পূর্বদিকে প্যাসাডেনার দাবানলকে সবচেয়ে বিধ্বংসী বলে তালিকাভুক্ত করেছে কর্তৃপক্ষ। ওই এলাকার প্রায় ৫৩ বর্গমাইল জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি প্রশমনে আগামী ১৮০ দিন সরকার সর্বোচ্চ চেষ্টা করা হবে জানিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধ্বংসাবশেষ ও বিষাক্ত বস্তু অপসারণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ, উদ্ধারকর্মীদের ভাতা ইত্যাদিতে প্রয়োজনীয় যাবতীয় খরচ সরকার পক্ষ থেকে বহন করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে চার থেকে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যালিসেইডসেও পাঁচ হাজারের বেশি বাড়িঘর পুড়ে গেছে। এতে বিপুল পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, ২০০ বিলিয়ন ছাড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব মানুষের জীবন এবং সম্পদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আগুন ছড়িয়ে পড়ার প্রথমদিকে বাতাসের তীব্র গতিবেগের কারণে ঠিকমতো কাজ করতে পারছিল না বিমানবাহিনী। তবে বৃহস্পতিবার গতিবেগ কিছুটা কমে আসায় উদ্ধারকর্মীদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম আকাশপথে পাঠানো সম্ভব হয়।

তবে এরকিছু পরেই বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই অবস্থা শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর পর্যন্ত বহাল থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 dainiksamundrasaikat