রামুতে ৪ লক্ষ ১৯ হাজার টাকা জাল নোট উদ্ধার করছে রামু থানার পুলিশ। খবর পেয়ে ০৯ জানুয়ারি ( বুধবার) সকাল ১১ টার সময় কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিরঝিল নুরানী একাডেমি ও ফোরকানিয়া মাদ্রাসার সামনের থেকে এই টাকা উদ্ধার করা হয়,
সরেজমিনে তদন্ত করে এলাকাবাসী সূত্রে দেখা যায় পশ্চিম মনিরঝিল এলাকার শামশুল আলমের ছেলে নজরুল ইসলাম আব্বু ৪ লক্ষ ১৯ হাজার টাকা নিয়ে রামু ইসলামী ব্যাংক কর্মচারী মনিরঝিল এলাকার বাসিন্দা ইসলাম কে দেখানোর জন্য আসলে ইসলাম টাকা গুলি জাল নোট বলার সাথে সাথে টাকা রেখে পালিয়ে যায় নজরুল ইসলাম আব্বু। স্থানীয় চৌকিদার জহির উদ্দিন টাকা গুলি জব্দ করে রামু থানা কে খবর দিলে এস আই রাহুল ঘটনাস্থল পরিদর্শন করে টাকা গুলি জব্দ করে থানায় নিয়ে আসে, ঘটনাসূত্রে জানা যায় ০৮ ই জানুয়ারী সন্ধ্যা ৭ টার সময় মনিরঝিল এলাকার আবদুল্লা ইলেকট্রিক হাডওয়ার স্টোর এর স্বত্বাধিকারী বিকাশ দোকানদার আবদুল্লা সাওদগর কে টাকা পাঠানোর জন্য ৩১ হাজার জাল টাকা দে নজরুল ইসলাম আব্বু, বিদেশ থেকে পাঠানো টাকা উত্তোলনের জন্য স্থানীয় মামুন সাওদগর আবদুল্লা সাওদগরের দোকানে গেলে আসল ও জল টাকাসহ মিলে ৪০ টাকা হাজার জাল টাকা ধরিয়ে দে মামুন কে, পুলিশ জাল টাকা উদ্ধারের খবর পেয়ে আবদুল্লা সাওদগর মামুন থেকে জাল টাকা গুলি ফেরত নেই,বর্তমানে আবদু্ল্লার কাছে সাড়ে ২৫ হাজার জাল টাকা হেফাজতে আছে বলে স্বীকার করে। দোকানের সিসি ক্যামেরা চেক করে দেখা যায় আবদুল্লা সাওদগর জাল টাকা দিচ্ছে নজরুল ইসলাম আব্বু। ২৫ হাজার জাল টাকা আবদুল্লাহ সাওদগরের হেফাজতে আছে বলে পুলিশ কে জানালেও কিন্তু পুলিশ এই টাকা এখন ও জব্দ করে নি। রামু থানার এস আই রাহুল জালা টাকা উদ্ধারের বিষয়টি স্বীকার করে। জাল টাকা গুলি চোরা কারবারিরা ব্যবহারের জন্য আনতে পারে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান স্থানীয়রা।